লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ভাঙড়ে প্রথম সভা আইএসএফের। এদিনের সভা ঘিরে বিরাট ব্যবস্থা করা হয়েছিল। তাঁবু খাটানো হয়েছিল। চেয়ার রাখা হয়েছিল সাজিয়ে। উপস্থিত ছিলেন স্বয়ং আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু এ কী অবস্থা! বসার আসনই পুরো ভর্তি হল না নওশাদদের সভায়। ফাঁকা পরে থাকতে দেখা গেল অনেক চেয়ার। মঙ্গলবার দুপুরে ভাঙড়ের কাশীপুর এলাকায় আইএসএফের সভায় ধরা পড়ল এমনই দৃশ্য। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী দিয়েছে আইএসএফ। নুর আলম খানকে প্রার্থী করেছে নওশাদদের দল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন