২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এদিন তিনি বলেন, "মাধ্যমিকের রেজাল্টের প্রস্তুতি পর্ব শেষ। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কবে ফল প্রকাশ হবে। ভোটের জন্য রেজাল্ট বেরতে কোনও আইনত সমস্যা আছে বলে আমাদের জানা নেই।" তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন