নৌসেনার নতুন প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এতদিন তিনি ছিলেন নৌসেনার সহ-প্রধানের দায়িত্বে। প্রায় ৪০ বছর ধরে সেনার একাধিক পদে দেখা গিয়েছে তাঁকে। সেই দীনেশ ত্রিপাঠীই এবার দেশের নতুন নৌসেনা প্রধান।
আগামী ৩০ এপ্রিল থেকে তিনি নতুন দায়িত্বে বহাল হবেন। ১৯৬৪ সালের ১৫ মে জন্ম অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর। ১৯৮৫ সালের ১ জুলাই তিনি যোগ দেন ভারতীয় নৌসেনায়। গত ৩৯ বছর ধরে তিনি সেনায় কর্মরত।রেওয়ার সৈনিক স্কুলের পড়ুয়া দীনেশ পরে ভর্তি হন ন্যাশনাল ডিফেন্স অ্য়াকাডেমিতে। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে তিনি অ্যাডভান্স কোর্স করেছেন। আমেরিকার নাভাল কলেজ থেকেও কোর্স করেন দীনেশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন