অনুব্রতহীন বীরভূমে গিয়ে একাধিক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বারে অনুব্রত উপস্থিতি ছাড়াই লোকসভা নির্বাচন, কেউ কেউ সে জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গও সামনে এনেছেন। তার মধ্যেই এক কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, প্রধানমন্ত্রীর রাজ্যসফর নিয়েও এ দিন আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীসভায় বিস্তারিত আলোচনা করেন দলের সাংগঠনিক ও নির্বাচনী কৌশল নিয়েও।
প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রী কাল আসছেন, আসুন। কিন্তু পারলে শ্বেতপত্র নিয়ে আসেন৷ ২০১৭-১৮ থেকে ১০০ দিনের কাজের টাকা যতটাকা আশ্বাস দিয়েছেন, তার মধ্যে বাস্তবে কত টাকা দিয়েছেন?
এর পরেই অনুব্রত প্রসঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমে এ বারও লোকসভা নির্বাচনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই৷ সেখানেই অনুব্রতকে নিয়ে কর্মিসভায় বিশাল বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বীরভূম ও বোলপুরে আরও বেশি ভোটে টিএমসি জিতবে৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব দলে নেই। অনুব্রত মণ্ডল যদি বিজেপি জয়েন করত, তা হলে জেলে যেতে হত না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন