এদিন দিনভর বৃষ্টি, একধাক্কায় নামল সর্বোচ্চ তাপমাত্রা। ৫৪ বছরে কলকাতায় মার্চের দ্বিতীয় শীতলতম দিন আজ। এমন খবর পাওয়া গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ২০০৩ সালের ১৩ মার্চ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গই পড়েছে নিম্নচাপের গ্রাসে। ফলত, বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন