নির্বাচনের আগে নির্বাচনী বন্ড নিয়ে আরও কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের। বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অতিরিক্ত সময়ের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামিকাল, ১২ মার্চের মধ্যেই নির্বাচনী বন্ডের সব তথ্য প্রকাশ করতে বলা হল এসবিআই-কে। সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশনকে আগামী ১৫ মার্চ, বিকেল ৫টার মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য আপলোড করতে হবে।
আদালতের তরফে নির্দেশে বলা হয়, নির্বাচনী বন্ড নিয়ে শুধুমাত্র দুটি বিষয়ের তথ্য প্রকাশ করতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে।
গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ডকে অবৈধ বলে ঘোষণা করে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে গত ৬ মার্চের মধ্য়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ, ১৩ মার্চের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করার কথা ছিল। কিন্তু সেই সময়ের মধ্যে তথ্য প্রকাশ করতে পারেনি এসবিআই। তথ্য প্রকাশের জন্য ৩০ জুন অবধি সময় চেয়েছিল এসবিআই, কিন্তু এ দিন সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামিকাল, ১২ মার্চের মধ্যেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন