সন্দেশখালিকাণ্ডে শাহজাহান মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যের দ্রুত শুনানি আর্জি ফেরালেন বিচারপতি সঞ্জীব খান্না। সন্দেশখালির ইস্যুতে সিবিআই তদন্তের ব্যাপারে এদিন আবারও দ্রুত শুনানির আর্জি ফেরাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আজ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে উল্লেখ করেন, সিবিআই ইতিমধ্যে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছে।
যার পরিপ্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত, মনু সিংভিকে জানিয়ে দেন যে, প্রধান বিচারপতির এজলাসে গিয়ে আবেদন জানাতে হবে। তিনি-ই ঠিক করবেন কবে শুনানি হবে। প্রধান বিচারপতির এজলাসে সাংবিধানিক বেঞ্চের শুনানি চলছে। সেই কারণেই এদিন আবার সঞ্জীব খান্নার এজলাসে একই বিষয় উল্লেখ করে রাজ্য। ওদিকে হাইকোর্টের নির্দেশের পরেও শাজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। এই ঘটনায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ইডি। আজ বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য সময় দিলে শুনানির আশ্বাস ডিভিশন বেঞ্চের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন