গোটা দেশে নগদহীন স্বাস্থ্যবিমার পথ সুগম হল। কেন্দ্রেকে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান করতে হবে বলে জানিয়েছে আদালত। গুরুত্বের সঙ্গে আগামী ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মধ্যে এই নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে শীর্ষ আদালত।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা খরচ আলাদা। এর ফলে নগদহীন স্বাস্থ্যবিমা পরিষেবা চালু করা বেশ কঠিন হচ্ছে। এই বিষয়েই একটি স্বেচ্ছাসেবি সংস্থা জনস্বার্থ মামলা করেছিল সুপ্রিম কোর্টে।
গত সপ্তাহেই বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছিল, পরবর্তী শুনানির তারিখের মধ্যে কেন্দ্র যদিও একটি সুনির্দিষ্ট প্রস্তাব না আনে, আমরাই তবে এই বিষয়ে যথাযথ নির্দেশনা জারি করব। সেই মতোই ছয় সপ্তহা সময় বেঁধে দিলেন বিচারপতিরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন