সোমবার ছিল মেদিনিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। নিমতৌড়ির সেই সভা থেকে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য রাখেন তিনি। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১,৪৩৭ কোটি ১৭ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল সোমবার। মোট প্রায় ৭ লক্ষ ২০ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হল বলেও জানিয়েছেন তিনি।
এখান থেকেই অন্যান্য জেলার প্রায় ১,৬৩৪ কোটি ৫৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করা হয়। এর পরে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, 'নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন রয়েছে। প্রায় আড়াই বছর হয়ে গেলো।
শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, 'সবথেকে বেশি পেয়েছে, সবথেকে বেশি খেয়েছে যখন পার্টিতে ছিল। গরীব ছেলেমেয়ের চাকরি খেয়ে বসে আছে। এই সাধুর সাধুগিরি আমি ছাড়াবো'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন