সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে বিতর্কে জড়ালেন কুণাল ঘোষ। তৃণমূলে থাকলেও দলের সমস্ত সাংগঠিনক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।. এ দিন দলের একাংশের নেতাদের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেওয়ার পরই দলের শীর্ষ নেতৃত্বকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বার্তা জানানোর পাশাপাশি সরকারি নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন তৃণমূল নেতা।
স্বভাবতই কুণাল ঘোষের এই সিদ্ধান্তে তৃণমূলে অন্দরে এবং রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ছড়িয়েছে। যদিও কুণালের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজনৈতিক দলের কোনও সাংগঠনিক পদেই থাকবেন না তিনি। কুণাল তৃণমূলের মুখপাত্র হওয়ার পাশাপাশি দলের রাজ্য সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কুণাল? সূত্রের খবর, গতকাল উত্তর কলকাতায় ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠকে ডাকা হয়নি কুণাল ঘোষকে। আজ পূর্ব মেদিনীপুরের বৈঠকেও ডাক পাননি তিনি। ক্ষোভের কারণেই তিনি পদ ছাড়লেন বলে সূত্রের খবর।
এ দিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, 'নেতা অযোগ্য, গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক! তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন