'সরকারি খরচে ভোটের প্রচার'! এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করল তৃণমূল। সোমবার মোদী এবং বিজেপির বিরুদ্ধে নয়া এক অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সোমবার কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর ওই বার্তা হোয়াটসঅ্যাপে ছড়ানো স্পষ্টতই নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গের উদাহরণ। রাজনৈতিক প্রচারে সরকারি অর্থ এবং পদ ব্যবহার করা সমীচীন নয়। তাই কমিশন মোদী এবং বিজেপির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক। সংশ্লিষ্ট চিঠিতে তৃণমূলের তরফে সই রয়েছে তাদের রাজ্যসভার নেতা ডেরেক’ও ব্রায়েনের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন