ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার ওই পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর ভোটের আগেই টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
গতবার অবশ্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই টেটের ফল প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ২০২৩ এর ডিসেম্বরে টেট নিলেও এখনও টেটের ফল প্রকাশ করেনি পর্ষদ।
মতামত নেওয়ার পর পর্ষদ টেটের চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় ২.৫০ লক্ষ পরীক্ষার্থী। যা গতবারের তুলনায় অনেকটাই কম। তবে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না বলেই দাবি পর্ষদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন