লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে। দল ছাড়ার পর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তাপস রায়। আর ইস্তফা দিয়েই দল ছাড়ার কারণ জানাতে গিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বরানগরের সদ্য প্রাক্তন তৃণমূল নেতৃত্ব।
কিন্তু কেন তিনি দল ছাড়লেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকসভা ভোটের আগে শাসক দলের অস্বস্তি কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন তাপস রায়। বরানগরের প্রাক্তন বিধায়ক বলেন, 'চারদিকেই শুধু দুর্নীতি আর দুর্নীতি। বিশেষত সন্দেশখালির ঘটনা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল। মনে হয়েছিল এই দল আমার জন্য নয়।'
এর পাশাপাশি, গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি অভিযান নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছন তাপস রায়। বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, 'দলেরই কয়েকজন আমার বাড়িতে ইডি-কে পাঠিয়েছিল। সেদিন অন্যান্য দলের সব নেতারা আমার পাশে দাঁড়িয়েছিলেন। অথচ আজ ৫২ দিন ধরে আমার দল আমার পাশে দাঁড়ায়নি। একটা কথাও কেউ বলেননি।এমন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই ৫২ দিনে আমাকে একটা ফোন করেননি, বা আমাকে ডাকেননি। আমার স্ত্রী, মেয়েকে সান্ত্বনা পর্যন্ত দেননি। তাঁরা ওই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিল।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন