চলতি বছর থেকেই সিমেস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে। অর্থাৎ ২০২৪ সালে যে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাসেই ভর্তি হবে বলে জানা গিয়েছে।
উচ্চ মাধ্যমিকে যে সিমেস্টার চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে, তা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষা সংসদের ওই নির্দেশিকা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চলেছে তারা চলতি বছর থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। পরের বছর এই ছাত্র-ছাত্রীরাই যখন দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে, তখন অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতেও সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠবে, তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক দেবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন