মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা দুর্গার' সঙ্গে তুলনা করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। যা নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। জেলাশাসকের এহেন মন্তব্যে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দলগুলো। লোকসভা ভোটের মুখে এই নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে।
শুক্রবার বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে 'সৃষ্টিশ্রী' মেলার উদ্বোধন হয়।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অনুপ্রাণিত করতে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না। একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। আমি অনুরোধ করব সেই উদাহরণ সামনে রেখে আপনারা এগিয়ে চলুন। শুধু স্বনির্ভর গোষ্ঠী নয়, সংঘ, মহাসংঘ গড়ে আপনারা এগিয়ে চলুন। ইতিমধ্যে কোম্পানিও গঠন হয়েছে। তাতে বহুবিধ কর্মমুখী কর্মকাণ্ড চলছে। আপনাদের মধ্যে সেই শক্তি রয়েছে। আপনারা অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন