বৃহস্পতিবার নারীদিবসের মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হুঁশিয়ার করে সাফ বললেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ' দিয়েছেন। আর নয়।" নারী দিবস উদযাপনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশেষ মিছিল ও সভা আয়োজন করা হয় এদিন। কলেজ স্ট্রিট থেকে হেঁটে ডোরিনা ক্রসিং পৌঁছয় সেই মিছিল। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের দিকে লক্ষ্য রেখেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ছিল তাৎপর্যপূর্ণ। যার কেন্দ্রে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন মঞ্চ থেকে সন্দেশখালি প্রসঙ্গ তুলে মমতা বলেন, "যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে ভুল সন্দেশ দেওয়া হয়েছে তা ঠিক নয়। আমাদের হাতের ৫ আঙুল সমান নয়। অনেক সময় আমাদের নজরে আসে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরতে কার্পণ্য করি না। কিছু কিছু জায়গায় আমাদের নজরে থাকে না। যদি কখনো অন্যায় হয়ে থাকি আমরা ব্যাবস্থা করি। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের ও ছাড়ি না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন