বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আহত মুখ্যমন্ত্রীকে। সেই দুর্ঘটনার দু-দিন পর অনেকটাই সুস্থ তিনি।
চিকিৎসকদের তরফে জানা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন মমতা। মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম। অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, আগামিকাল সোমবার তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে। বর্তমানে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন