রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরানো ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জাতীয় নির্বাচন কমিশন সোমবার রাজীব কুমারকে পদ থেকে সরানোর নির্দেশ দেয়। তাঁকে লোকসভা ভোটে কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত না করারও নির্দেশ দিয়েছে। এদিকে গোটা প্রক্রিয়ায় বিজেপি কলকাঠি নাড়ছে বলেই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বলেন,"বিজেপি বিভিন্ন সংস্থার দখল নিয়েছে। বিজেপি চাইছে এই সব স্বাধীন প্রতিষ্ঠানও দখল করতে। কমিশনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিজেপির ওই ভাবনার প্রতিফলন ঘটেছে।"
শনিবার লোকসভা ভোটের ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হয় রাজীব কুমারকে। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন