সামনেই লোকসভা নির্বাচন। আর এমন আবহে প্রার্থীদের জন্য প্রচার কর্মসূচির তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকা থেকে বাদ পড়লেন বিধায়ক কাঞ্চন মল্লিক, বাদ পড়লেন সাংসদ নুসরত জাহান ও টলি তারকা কৌশানী মুখোপাধ্যায় ও মিমি চক্রবর্তীও। উল্লেখ্য, এ বার গতবারের সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী এ বারে প্রার্থীতালিকাতেও স্থান পাননি।
প্রথম পর্যায়ের প্রচারকদের তালিকায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই।
বিগত বেশ কয়েকদিন ধরেই বিয়ে প্রসঙ্গে খবরের শিরোনামে রয়েছেন কাঞ্চন মল্লিক। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন নানা বিষয়ে। এমনকী বিয়ের পার্টিতে গাড়িচালক ও নিরাপত্তারক্ষী ও সাংবাদিকদের প্রবেশের বিষয়ে দেওয়া বিতর্কিত নির্দেশিকার কারণেও তাঁকে সমালোচনা মুখে পড়তে হয়েছে। তা হলে কী এই কারণেই কাঞ্চনকে তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ দেওয়া হল?এ ছাড়া বসিরহাট আসনে অভিনেত্রী নুসরত জাহানকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যাদবপুর কেন্দ্রেও মিমি চক্রবর্তীকে প্রার্থী করা হয়নি। প্রার্থী না করার কারণে কি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে দুই জনের? আর সেই কারণেই কি এ বারে তারকা প্রচারকদের তালিকায় এদের স্থান হয়নি? প্রশ্ন এখন এটাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন