এবার থেকে বদলে গেল রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন করার নিয়ম। ছুটির জন্য আর হাতে লেখা দরখাস্ত গ্রাহ্য হবে না। এবার অনলাইনেই করতে হবে ছুটির যাবতীয় আবেদন। শুক্রবার থেকে অর্থ দপ্তরের জন্য এই নিয়ম চালু হয়েছে। পরে অন্যান্য দপ্তরেও এই নিয়ম বলবৎ করা হবে। এদিনই অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই নয়া নিয়মের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাজুয়াল লিভ (সিএল) হোক বা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ (সিসিএল) ছুটির দরখাস্ত করতে হবে 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম' ব্যবহার করে। জানা গিয়েছে, গ্রুপ ইনচার্জরা এই ছুটি মঞ্জুর করার দায়িত্বে থাকবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন