এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জ গঠনের অনুমতি দিতে রাজ্য সরকারকে সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই ইস্যুতে জানিয়েছে, আজ, মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে নিজের অবস্থান জানাতে হবে রাজ্যকে। এই সিদ্ধান্ত নিতে কেন এত দিন সময় লাগছে সেই প্রশ্নও তুলেছে আদালত।
রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাকের পর্যবেক্ষণ, হয় অনুমতি দিতে হবে অথবা খারিজ করতে হবে।
এ দিন মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার প্রসঙ্গও তুলে আনেন আইনজীবী, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়ালের মধ্যেই তিনি বলতে থাকেন, যে বিচারপতি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) এই নির্দেশ দিয়েছেন, তাঁর রাজনৈতিক উদ্দেশ্য আছে। মামলা খারিজ করা হোক। যদিও ডিভিশন বেঞ্চ সেই কথায় কার্যত আমল দেয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন