লোকসভা নির্বাচনের মুখে ফের বিস্ফোরক অনুপম হাজরা। স্রেফ তৃণমূলের সঙ্গে 'ডিল' করে বিজেপি জেতা আসনে দুর্বল প্রার্থী দিয়েছে বলেই সোশাল মিডিয়ায় দাবি প্রাক্তন সাংসদের। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে না হতেই অনুপমের এই পোস্ট নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়েই। অস্বস্তিতে পদ্মশিবিরও।
সোশাল মিডিয়ায় অনুপম রবিবার লেখেন, "জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে TMC'র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না!!!আপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াস লিখতে!!!
প্রথম দফায় শনিবার মোট ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বোলপুর কেন্দ্রে প্রিয়া সাহাকে প্রার্থী করা হয়েছে। তাঁর নাম ঘোষণার পর থেকে প্রিয়া সাহাকে নিয়ে স্বাভাবিকভাবেই চাপানউতোর শুরু হয়। বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সাঁইথিয়ার বাসিন্দা। বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। তবে জিততে পারেননি। তার পর থেকে আর সেভাবে সক্রিয় রাজনীতিতেও ছিলেন না প্রিয়া। কোনও দলীয় পদেও নেই। মহিলা মুখ হিসাবে সেই প্রিয়াকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। যা নিঃসন্দেহে বড়সড় চমক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন