ফের বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং। পদ্মশিবিরে প্রত্যাবর্তনের জল্পনায় অবশেষে সিলমোহর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বারাকপুরের এই হেভি-ওয়েট নেতা। তাঁর সঙ্গে আরও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেই বিস্ফোরক দাবি অর্জুন। তবে কে সেই নেতা, তা স্পষ্ট করেননি তিনি।
অর্জুন সিং বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দাবি করেন, "আজ না হয় কাল বিজেপিতে যাবই।" পদ্মশিবির সূত্রে খবর, তাঁকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। সে কারণেই বুধবার চুপিসারে নাকি বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন। তবে বারাকপুরের নেতা এ বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটান বারাকপুরের নেতা। তিনি বলেন, "বারাকপুরের হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন।
বুধবার জলপাইগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে অর্জুনকে বিজেপি সাংসদ বলেই দাবি করেছেন খোদ মমতা। সে কথা শুনে নাকি আঘাত পেয়েছেন অর্জুন। তাঁর দাবি, "আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম। তা সত্ত্বেও আমাকে শুনতে হল আমি বিজেপির সাংসদ। তা হলেই বুঝুন দলটার কী অবস্থা।" একাধিকবার অর্জুনের আরও দাবি,"তৃণমূলে ফেরা তাঁর ভুল ছিল। আর তৃণমূল করব না। আমৃত্যু বিজেপিই করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন