"ক্যাগ রিপোর্টে সব তথ্য ভুল। ক্যাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।" বকেয়া আদায়ে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা মঞ্চ থেকেই ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, পুরো রিপোর্টটাই ভুলে ভরা। একেবারেই অসত্য রিপোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, "ক্যাগের মত সংস্থা এই ধরনের অসত্য রিপোর্ট দিয়েছে। যার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। চিঠিতে লিখেছি যে, সংশ্লিষ্ট দফতর সময়ে সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। প্রত্যেকটার ইউটিলাইজেশন সার্টিফিকেট গিয়েছে। বিজেপি মিথ্যা কথা বলছে। ওরা মিথ্যেবাদী। সব হিসেব দেওয়া হয়েছে। বিজেপি বিকৃত তথ্য দিয়েছে। কিন্তু সত্য কখনও চাপা থাকে না।" প্রসঙ্গত, বুধবার দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করেন তৃণমূলকে। বলেন, "কোনও প্রকল্পের কাজ শেষ হলে রাজ্য সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তা থেকেই বোঝা যায় যে, প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, তা কোন খাতে কত খরচ হয়েছে। কিন্তু ক্যাগের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। এই ২ লক্ষ কোটি টাকার হিসাব কই?" প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আরও দাবি করেন, "ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। দুর্নীতির এটা নতুন একটা পন্থা। সাধারণ মানুষের টাকা কোথায় গিয়েছে কেউ জানে না। কন্টিজেন্সি ফান্ড থেকেও প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা তোলা হয়েছে। তার মধ্যে ১ হাজার ১৬৯ কোটি টাকা স্বরাষ্ট্র দফতর থেকে খরচ করা হয়েছে। তবে কোনও খরচেরই বিল জমা দেওয়া হয়নি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন