'কেন দেরি করছে? দেবকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত ইডি-র।' আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তরফে তৃণমূল সাংসদ দেবকে তলব করা প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি, 'উনি তো টাকা নিয়েছেন এনামুলের কাছ থেকে। ওনার অ্যাকাউন্টে এনামুলের গরু পাচারের পাঁচ কোটি টাকা ঢুকেছে। এবং সেই টাকায় সিনেমা করেছেন এটা প্রমাণিত। এমনি এমনি তো আর তলব করা হয়নি।
প্রসঙ্গত, মাঝে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল, তিনি কি রাজনীতি থেকে সরে যাবেন? কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন'। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁকে তলব করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন