বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে। এমন বিস্ফোরক মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। গোথা হাইস্কুল সংক্রান্ত মামলায় সিআইডি অভিযোগ করে যে, সব সময় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না।
সিআইডি-র ওপর আমার আস্থা আছে, কিন্তু যদি FIR-এ নাম থাকা অভিযুক্তদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কী তদন্ত হচ্ছে? সিআইডি-কে প্রশ্ন বিচারপতির। যদি কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে না পাওয়া যায়, তাহলে সরাসরি স্কুলে যান, সেখান থেকে নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোন কাজ? সিআইডি-কে প্রশ্ন বিচারপতির।
"আমি কি এখানে বসব, নাকি আপনাদের সিটে যোগদান করব?" সিআইডি-কে প্রশ্ন বিচারপতির। আরও ১৫ দিন আমাদের সময় দিন। বিচারপতির কাছে আবেদন সিআইডির।
যাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখুন। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির। আগামী সোমবার ফের শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন