এলাকার লোকেদের ক্ষোভের আগুনে ফুঁসছে সন্দেশখালি। এবার শেখ শাহজাহানের ভাইয়ের ভেড়ির আলঘরে আগুন লাগিয়ে জোর বিক্ষোভ। লাঠি হাতে রাস্তায় নেমে ফের বিক্ষোভ গ্রামের মহিলাদের। মারমুখী মহিলাদের বিক্ষোভে বাইক নিয়ে পালালেন তৃণমূল নেতার ভাই। তাঁর বিরুদ্ধেও রয়েছে ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ।
শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিন সন্দেশখালির ২ নম্বর ব্লকের বেড়মজুরের ১ গ্রাম পঞ্চায়েতের ঝুপখালির বাসিন্দা।
এই ঘটনার কিছুক্ষণ পরে উত্তেজিত জনতা আলঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডিআইজি বারাসতের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকর্মীদের ঘিরে ধরেন। শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগের কথা তুলে ধরেন তাঁরা। ডিআইজি বারাসত দখল হয়ে যাওয়া জমি, দোকানঘর, ভেড়ি দখলমুক্ত করার আশ্বাস দেন। তার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে থমথমে সন্দেশখালি। যাতে আর নতুন করে কোনও অশান্তি না হয়, তাই গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন