নির্বাচনের দিন ঘোষণার আগেই নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে চাইছে বঙ্গ বিজেপির নেতারা। আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার সম্ভাবনার কথা জানা গিয়েছে। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তৃতা করার কথা প্রধানমন্ত্রীর।
শনিবার থেকে দিল্লিতে বিজেপির দু-দিনের রাষ্ট্রীয় অধিবেশন শুরু হয়েছে। বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব বারাসতে মহিলা সমাবেশের এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর বিজেপি সূত্রের। সন্দেশখালি ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালির আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও।
দু-দিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং-এর মুখে উঠে এসেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মরিয়া বঙ্গ পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন