বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছিল রাজনীতি ছাড়বেন দেব। তবে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে সেই সিদ্ধান্তে বদল আনেন দেব। জানা গিয়েছে, ফের ঘাটাল কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তিনি কারণ তাঁর একটি আবেদন মেনে নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। কী সেই আবেদন? সোমবার আরামবাগের কালিপুর ময়দানে হুগলি জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানা গেল দেবের কোন কথা মেনে নিয়ে তিনি।
এদিন দেব বলেন, 'আমি রাজনীতিতে এসেছিলাম, দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরে। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণটাও বলব। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য ফিরলাম। ঘাটালের মানুষদের দীর্ঘদিনের লড়াই ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ঘাটালে ফিরলাম। আমি জানি না ২০২৪ সালে কে থাকবে, কে জিতবে। মানুষ যাঁকে ভালোবাসবে, মানুষ যাঁকে বিশ্বাস করবে, তাকেই ভোট দেবে। আমার কাছে দিদির আবেদন, আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়েছি যাতে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে, কিন্তু ওরা করেনি। ২০২৪ সালে আমি জিতব কি, জিতব না, আমি জানি না। যেই জিতুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন আপনার হাত ধরেই হয়, এইটুকু আবেদন রাখব। আমি মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য আমি দিদির উপর বিশ্বাস রাখলাম। দীর্ঘ ১০ বছর কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাস রেখেছিলাম, আশাভঙ্গ হয়েছি। আমার বিশ্বাস, ২০২৪ সালের পর রাজ্য সরকার ঘাটালের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করবে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন