সন্দেশখালি ইস্যুতে সরব বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে সরব লকেট। চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন রাজ্য সরকারকে। বিজেপি সাংসদ নেত্রী তোপ দাগেন, বাম আমল থেকে সন্দেশখালিতে দুর্নীতি চলছে। তিনি বলেন, সন্দেশখালিতে গরিব মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয়। মহিলাদের উপর অত্যাচার করা হয়। এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। উত্তম সরদার ও শিবু হাজরা গ্রেফতার হলেও, শেখ শাহজাহান কোথায়? এখনও অধরা কেন শেখ শাহজাহান? সন্দেশখালিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মহিলাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, আজ সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন। দুই সদস্যের টিমের পর এবার গ্রামে গিয়ে তথ্যতালাশ খোদ চেয়ারপার্সনের। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এর পাশাপাশি জেলা পুলিস সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। পরে দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন