বর্তমানে মাত্র ৩৭ কেজিতে এসে ঠেকেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন। এ দিন নগর দায়রা আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিন চাইতে গিয়ে এমনই দাবি করেছেন তাঁর আইনজীবী। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের মাথা থেকে মাঝেমধ্যেই রক্তে পড়ছে।
এ দিন ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় নিজেও। সেখানেও দেখা যায়, তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
আদালতে সওয়াল করতে গিয়ে এ দিন জ্যোতিপ্রিয়র আইনজীবী দাবি করেন, প্রাক্তন মন্ত্রীর ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। দুটি কিডনিই স্বাভাবিক ভাবে কাজ করে না। একটি কিডনি ৭৪ শতাংশ এবং অন্যটি ২৬ শতাংশ কাজ করে। বালুর আইনজীবী আরও দাবি করেন, জেলে বন্দি হওয়ার পর জ্যোতিপ্রিয়র ওজন ২৫ কেজি কমে গিয়ে ৩৭ কেজিতে এসে দাঁড়িয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন