মাঝে তাঁকে নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল, তিনি কি রাজনীতিকে বিদায় জানাবেন? কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন'।
আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। আর আগেও তারকা, রাজনীতিককে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, "যতবার ডাকবে, ততবার যাব!" এবারও তিনি যাবেন বলেই তাই ধরে নিচ্ছেন অনেকেই। উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল। কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন