রাজ্যে রেশন দুর্নীতির তদন্তে এবার সিবিআই! কীভাবে? হাইকোর্টের দ্বারস্থ ইডি। 'সার্বিকভাবে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই', এমনটাই জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।
প্রায় ৫ বছর পার। ২০১৯ সালে রেশনে দুর্নীতির অভিযোগে ৬ FIR দায়ের করা হয়েছিল। সেই FIR গুলির তদন্তভার CBI-কে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের মামলা করেছে ED। এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।
শুনানিতে ইডি-র দাবি, 'রেশনে প্রায় ১০ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের মাধ্যমে ২ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে দুবাইয়ে।
রাজ্যের পাল্টা সওয়াল, 'যে ৬ FIR-র কথা বলা হচ্ছে, তার মধ্য়ে ৫টিতে চার্জশিট জমা দিয়েছে। ১ মামলার চুড়ান্ত রিপোর্ট জমা জমা পড়েছে'। তাহলে? শুধুমাত্র ২০১৯ সালে বালিগঞ্জ থানায় দায়ের হওয়ার FIR-র ভিত্তিতে নিম্ন আদালতের যে বিচারপ্রক্রিয়া চলছে, সেই বিচারপ্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এমনকী, 'যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনও সচল থাকে তাহলে তার ওপরও বহাল থাকবে স্থগিতাদেশ'। কেস ডায়েরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিসকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন