দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে উপস্থিত হলেন দেব। মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আজকে পৌঁছে যান ইডির দফতরে।
আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। দেবের ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন তদন্তের স্বার্থে যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং সহযোগিতা করবেন। সেই মতো তিনি হাজির হলেন। ইডি দফতরে প্রবেশের আগে তিনি বলেন, 'আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব।
এর আগে ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তিনি এর আগে যখন এই ডাক পাওয়ার কথা শোনেন, তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন। তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছিলেন। এনামুল হক সম্পর্কে থাকা অভিযোগ নিয়ে তিনি বললেন, 'দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না।' দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, 'দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর। আমি জানি আমি কী। আমার তো লোকানোর কিছু নেই।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন