এবার সন্দেশখালির জমি কাড়া নিয়ে বোমা ফাটালেন সন্দেশখালির সিপিআই(এম) নেতা ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সোমবার আদালতে তোলা হয় তাঁকে। বসিরহাট আদালতের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নিরাপদ জানান, বিধায়ক থাকাকালীন বারবার বিধানসভায় তিনি এই জমিলুঠ নিয়ে সরব হয়েছিলেন। কিন্তু তাঁকে বার বার থামিয়ে দেওয়া হয়। যদিও নিরাপদ সর্দারের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, রোজ সিপিএম নেতারা তৃণমূলের বিষোদগার করতে পার্টি অফিসে বসে পড়েন।
রবিবার মহেশতলা থেকে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২০১৬ সাল অবধি সন্দেশখালি বিধানসভা সিপিআই(এম)এর ছিল। বিধায়কও তাদেরই ছিলেন। সে সময় কেন নিরাপদ সর্দাররা প্রকাশ্যে কিছু বলেননি? এমনকী অভিষেকের প্রশ্ন ছিল, "নিরাপদ সর্দার, বিকাশ সিংরা তো সন্দেশখালিরই বাসিন্দা। তারা কেন চারটে সংবাদমাধ্যম ডেকে বা একটা চিঠি করে জানাননি?"
সোমবার নিরাপদ সর্দার দাবি করেন, "আমি সব বিধানসভায় জানিয়েছি। ১০০ বার বিধানসভায় জানিয়েছি। কোনও উত্তর পাইনি। উত্তর দেওয়ার সদিচ্ছা সরকারের ছিল না। যতবার বিধানসভায় গিয়েছি বলেছি, জবাব পাইনি। জমি লুঠ হচ্ছে সব জানিয়েছি বিধানসভায়। অথচ জমি লুঠ করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের জেলে রেখে দিয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন