দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ভূমিকা রয়েছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঘরে ঘরে ঘুরে তারা অধিকাংশ সরকারি সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সেইসব অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্থাস্থ্য বিমার দরজা খুলে দিলেন নির্মলা সীতারম।
তাঁর বাজেট বক্তৃতায় আজ সীতারমন ঘোষণা করেন, দেশের সব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পাবেন।
কেন্দ্রের পরিসংক্যান অনুযায়ী আয়ূষ্মান ভারত প্রকল্পে দেশের মোট ৩০.৬ কোটি মানুষ উপকৃত হন। সিনিয় সিটিজন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজনও এর সুযোগ পান। ২০১৮ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনওপর্যন্ত ওই প্রকল্পের আওতায় হাসপাসালে চিকিত্সা করিয়েছেন ৬.২ কোটি মানুষ। এর জন্য খরচ হয়েছে ৭৯,১৫৭ কোটি টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন