গতকালই রাহুল গান্ধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্কে একগুচ্ছ ইতিবাচক কথা বলেছিলেন, আর তার কয়েক ঘন্টা পরেই কংগ্রেস নিয়ে কার্যত হুঙ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত আক্রমণ করলেন কংগ্রেসকে।
এ দিন বর্ধমানের সভায় যাওয়ার আগে, হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত৷ কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন