রাম মন্দিরের উদ্বোধনের দিনই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পার্ক সার্কাস ময়দানে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম।
শুধু তাই নয়, সিপিএমের পাশাপাশি কংগ্রেসকেও এ দিন নাম না করে আক্রমণ করেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, কংগ্রেসকে দেশে ৩০০টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। বাকি আসনগুলিতে আঞ্চলিক দলগুলি নিজেদের শক্তিতে লড়ুক, এমনই চেয়েছিলেন তৃণমূলনেত্রী। কিন্তু কংগ্রেস সেই প্রস্তাবে রাজি হয়নি বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জোটের বৈঠক হয় সিপিএম নেতাদের কথায়৷ যে সিপিএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাদের কোনও পরামর্শ আমি শুনব না৷ ইন্ডিয়া জোটের নাম দিলাম আমিই। আর আমাকেই এখন বৈঠকে গিয়ে প্রচুর অসম্মানিত হতে হয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন