অবশেষে মহকুমা হল ধূপগুড়ি। বৃহস্পতিবার সুখবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী। এতদিন মহকুমা হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা ছিল। তা মিটতেই মহকুমার তকমা পেল জলপাইগুড়ির এই ব্লক। এতদিন এখানকার বাসিন্দাদের প্রশ্ন ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও কেন মহকুমার মর্যাদা দেওয়া হচ্ছে না ধূপগুড়িকে। নতুন বছরে সেই প্রশ্নের অবসান ঘটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন ধূপগুড়ি ছিল ব্লক। কোনও ব্লককে মহকুমা ঘোষণা করতে হলে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইন বিভাগের অনুমতি দরকার। পরিকাঠামো উন্নয়নে আগেই কাজ শুরু হয়েছিল। ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা ঘোষণা হওয়ার কথা ছিল। তবে আইন বিভাগের অনুমতি এতদিন মিলছিল না। ফলে ২০২৩ সালে মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি ধূপগুড়ি। এবার সেসব জটিলতা কাটিয়ে অন্তিম অনুমোদন পাওয়া গিয়েছে। ফলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন