এদিন জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড থেকে হেঁটেই সভাস্থলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দেড় কিলোমিটার রাস্তা জুড়ে জনসংযোগে জোর। সভায় কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে, দেওয়া হবে সরকারি সহায়তাও। সভা থেকে ফিরে বিকেলে মুখ্যমন্ত্রী যাবেন আউট্রাম ঘাটে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জয়নগরের মোয়া জিআই পেয়ে বিশ্ববিখ্যাত হয়েছে। আমরা আড়াইকোটি টাকা ব্যয়ে জয়নগরে মোয়া হাব করছি। সুন্দরবনের মধুও জিআই পেয়েছে। জেলার মুকুটে দুটো স্বর্ণ পালক। ৭০০ কোটির প্রকল্প জেলার জন্য হল।' এদিন তিনি আরও বলেন, 'ভোটার লিস্ট হচ্ছে আবার। যার নাম নেই, গিয়ে তুলুন। না হলে এনআরসির নামে ক্যা ক্যা করবে কিন্তু। সংখ্যালঘু উন্নয়নে বাংলা বিশ্বে প্রথম। এটা আমাদের গর্বের জায়গা। গ্রামীণ রাস্তার জন্য ৪০০০ কোটির প্রকল্প হাতে নিয়েছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন