মেডিক্যাল মামলায় নয়া মোড়। এবার এই গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। শীর্ষ আদালতের হস্তক্ষেপে এবার বড় মোড় মেডিক্যাল মামলায়।
এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল। তিনি বলেন, "বিচারপতি গঙ্গোপাধ্যায় লাগাতার রাজ্য বিরোধী নির্দেশ দিচ্ছেন। একজন বিচারপতি লাগাতার এই ধরণের নির্দেশ দিয়ে চলেছেন। হস্তক্ষেপ করুন।" এর পাশাপাশি, কবিল সিব্বল এদিন সুপ্রিম কোর্টে আরও বলেন যে, "সংরক্ষিত আসনে আরও কিছু পড়ুয়া চেয়ে মামলা করতে চায় সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এখনও এই ধরনের মামলা গ্রহণ করছেন। ভবিষ্যতে তিনি আবারও করতে পারেন।" যার জবাবে প্রধান বিচারপতি বলেন, "আপনি আপনার বক্তব্য রাখলেন। আমরা বিবেচনা করব।" ওদিকে শীর্ষ আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "শুধু এই মামলা নয়, অন্য অনেক মামলাতেও আমার মক্কেলকে জড়িয়ে দেওয়া হচ্ছে।" যে পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "হাইকোর্টের প্রধান বিচারপতি এইগুলো দেখবেন। কোন মামলা কার বেঞ্চে যাবে সেগুলো উনি দেখবেন। তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান। তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।" তিন সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে ফের শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন