আবার সন্দেশখালিকাণ্ডে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ বার একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকেও নিশানা করলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "যাঁর খোঁজে সন্দেশখালি গিয়েছিল ইডি, আমি মনে করি, রাত ১২টার মধ্যে তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়া উচিত।"
রেশন দুর্নীতিকাণ্ডে শিকড়ের খোঁজে ইডি। আজ, শুক্রবার দু'টি দল ভাগ হয়ে উত্তর ২৪ পরগনার অভিযান চালান তদন্তকারীরা।
শাহাজাহানের বাড়ি তালাবন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর তালা ভাঙা চেষ্টা করেন ইডি-র আধিকারিকরা, তখন আচমকাই শুরু হয় বিক্ষোভ। ইডি আধিকারিকদের লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। ভেঙে দেওয়া গাড়ির কাচ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন