নির্বাচনের মুখে তৃণমূলের অন্দরে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের প্রতি তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। অন্ধ আনুগত্য দেখানো হচ্ছে। এই কথাও বলতে শোনা গিয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন সকাল থেকেই দ্বন্দ্ব দেখা গেল। কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বক্তব্য মানতে চাননি। সুব্রত বক্সীর বিরুদ্ধেও কুণাল রীতিমতো বিরুদ্ধাচারণ করেছেন কুণাল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমের পালটা বক্তব্যও শোনা গিয়েছে কুণালের গলায়। তৃণমূল দলে সিনিয়র নেতৃত্ব রয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন