কলকাতা হাইকোর্টে আবেদন করতে চান নিখোঁজ শেখ শাহাজাহান। হাইকোর্টে তাঁর আবেদন, "আমার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।" বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন শাহাজাহানের আইনজীবী-র। 'কেন সেখ শাহাজাহান আত্মসমর্পণ করছ না।' – মন্তব্য বিচারপতি-র। মামলায় অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ আদালতের।
মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে সুবিচার দিন।
কেস ডায়েরি দেখান, বলেন বিচারপতি। কেস ডায়েরির ফটোকপি আছে, পাল্টা বলেন এজি। কেন ফটোকপি থাকবে কেস ডায়েরির, আদালতকে দেখানোর জন্য। আগামিকাল অরিজিনাল কেস ডায়েরি পেশ করতে নির্দেশ রাজ্যকে। আগামিকাল ফের শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন