সন্দেশখালি-কাণ্ড নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এমন আবহে নতুন করে আবার সামনে এল খুনের মামলা। যে সব খুনের মামলায় নাম রয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের, সেগুলিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
সন্দেশখালিতে ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
এই মামলার কেস ডায়েরি তলব করল আদালত। ২১ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। তদন্ত ঠিক করে না হয়ে থাকলে আবারও তদন্তের নির্দেশ দেওয়া হবে, পর্যবেক্ষণ বিচারপতির। এখনও পর্যন্ত যা অভিযোগ রয়েছে তার ভিত্তিতে এই মামলার তদন্তভার অন্য তদন্তকারী সংস্থাকে দেওয়া যায়, জানালেন বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন