সোমবার সকালে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন বলিউড অভিনেতা সইফ আলি খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এমন খবর পাওয়া গিয়েছে পরিবার সূত্রে।
সম্প্রতি একটি পুরনো চোটের জন্য সইফের ট্রাইসেপ্স সার্জারি হয়েছে। সদ্য একটি সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করার সময় আবার কোনওভাবে একই চোটের উপর আঘাত লাগে। যদিও তিনি এখন সুস্থ হওয়ার পথে। সম্ভবত ট্রাইসেপ্স ছাড়াও হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি।
অভিনেতার কাথায়, "এই আঘাত পাওয়া বা তার পর অস্ত্রোপচার করানো, এসবই আমরা যে কাজ করি, তার অংশ। অসামান্য চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলাম। এমন অস্ত্রোপচারের জন্য খুবই খুশি এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের তাঁদের ভালবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ।" জানা গিয়েছে, সইফের স্ত্রী করিনা কাপুর খানও তাঁর পাশে ছিলেন হাসপাতালেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন