ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান প্রয়াত। বয়স হয়েছিল ৫৬ বছর। বেশকিছুদিন ধরে অসুস্থ উস্তাদ রশিদ খান। এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন এই সংগীতশিল্পী। আজ, মঙ্গলবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়।
প্রায় একমাস ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন হয় ডিসেম্বরের শেষে। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তারপরেই ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় এই সঙ্গীতশিল্পীকে। মঙ্গলবার জানা যায় যে অতিসংকটজনক হয়ে উঠেছে তাঁর শারীরিক অবস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন