বেশকিছুদিন ধরে অসুস্থ উস্তাদ রশিদ খান। বর্তমানে অতিসংকট অবস্থায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন সংগীতশিল্পী। মঙ্গলবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়েছে বলে খবর, অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, রশিদ খানের অবস্থা খুবই ক্রিটিকাল। তাঁকে আইসিইউয়ের ভেন্টিলেশনে রাখা হয়েছে'। বেশ অনেকদিনই ক্যানসারে ভুগছেন সংগীতশিল্পী। উস্তাদজিকে সবসময় নজরে রেখেছেন স্নায়ুচিকিৎসক, মেডিসিন এবং ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল
বছরশেষে জানা গিয়েছিল সংকট পুরোপুরি না কাটলেও তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল তাঁকে। এমনকী পুরনো ক্ষতও সারছিল। সেই সময় সুস্থতার লক্ষণই চোখে পড়ে চিকিৎসকদের। তবে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে শুরু হয়েছিল স্পিচ থেরাপিও।
প্রায় একমাস ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি আছেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন হয় ডিসেম্বরের শেষে। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তারপরেই ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ৫৫ বছর বয়সী সঙ্গীতশিল্পীকে। মঙ্গলবার জানা যায় যে অতিসংকটজনক হয়ে উঠেছে তাঁর শারীরিক অবস্থা। যদিও তাঁর অসুস্থতা নিয়ে মুখ খুলতে চান না তাঁর পরিবার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন