রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে রয়েছে বাংলার পাঁচ আসনও। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন। গণনাও হবে একই দিনে।
২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনের। একইসঙ্গে মেয়াদ শেষ হবে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও।
সূত্রের খবর, বিজেপি একটি আসনে প্রার্থী দেবে। গতবার কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ছিলেন। ফলে তৃণমূলের সমর্থনে অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় পাঠাতে পেরেছিল তারা। এবার সেই সুযোগ রাজ্য কংগ্রেসের নেই। তবে বিধায়কের হিসাবে চার তৃণমূলের ও এক বিজেপির নিশ্চিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন