সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড়। সোমবার রাতেই বা আগামিকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। এমনটাই খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে।
উল্লেখ্য, বহু দিন পরে সুপ্রিম কোর্টে কাটল রাজ্যে প্রাথমিকে নিয়োগ জট। প্রাথমিকে টেট পাস করা ৯,৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিনের এই রায়ের ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল থাকল সুপ্রিম কোর্টেত। প্রাথমিক শিক্ষা প্রষদ আগেই জানিয়েছিল নিয়োগের সব প্রস্তুতিই তারা নিয়েছেন। তবে আদালতে মামলা নিয়ে চাকরিপ্রার্থীরা ছিলেন কিছুটা শঙ্কায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মেঘ কেটে গেল। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিভিন্ন রকম মামলার জটে আটকে রয়েছে। এনিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তার মধ্যে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মামলার জেরে শিক্ষক-অশিক্ষক পদে নিয়োগ আটকে ছিল। মোট ৯,৫৩৩ জনকে আজ নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীরাই ওই চাকরি পাবেন। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসাদউদ্দিন আমানুল্লার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন